আল জোবায়ের আহমেদ, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা প্রতিরোধে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২১ এপ্রিল) ভোর রাতে ভূরুঙ্গামারী উপজেলায় চলমান নাশকতা বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।
থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকা ঘিরে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন, পাইকের ছড়া ইউনিয়নের বেলদহ এলাকার আলা বকসে্র পুত্র আতিকুর রহমান (৩৮), পাইকের ছড়া ইউনিয়নের মৃত শহর উদ্দিনের পুত্র আব্দুল মালেক ওরফে মানিক (৫৭), শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মৃত ময়েন আলীর পুত্র নুর ইসলাম ওরফে নুরু (৫৪), তিলাই ইউনিয়নের মৃত ময়েজ উদ্দিনের পুত্র নজরুল ইসলাম (৬০), আন্ধারীঝার ইউনিয়নের মৃত ওয়াহেদ আলী পুত্র মোতাব্বের হোসেন (৭৮)।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “এই অভিযান নাশকতা বিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের চলমান পদক্ষেপের অংশ। আমরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি এবং সকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আজ সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।